গ্রামের বাড়িগুলোতে বিদ্যুৎ আছে অনেক দিন থেকেই, তবে সেখানে কোনো সড়কবাতি ছিল না। সন্ধ্যা হলেই গ্রামের রাস্তাগুলো ডুবে যেত অন্ধকারে। অনেকে এই অন্ধকারে হেঁটেই চলাচল করেন। কেউ টর্চলাইটের আলো ফেলে হাটবাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরেন।
তবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী গ্রামের সড়কগুলোর সেই অন্ধকার এখন পুরোনো ইতিহাস। এখন সন্ধ্যা হলেই গ্রামের পথে পথে আলো জ্বলে ওঠছে। সড়কবাতির আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠছে পথ। এই আলো জ্বালাতে গ্রামের প্রবাসীদের উদ্যোগে স্থাপিত হয়েছে সৌরবাতি। সড়ক থেকে সরে গেছে অন্ধকার। নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যে পথ চলছেন ইটাউরীর লোকজন।