আজ বুধবার সকালে এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। ওয়াল স্ট্রিটে সূচক পতনের জেরসহ আরও বেশ কিছু কারণে এশিয়ায় শেয়ারবাজারে পতন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বন্ডের সুদহার চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং দ্বিতীয়ত, বিশ্বের চিপ শিল্পের অন্যতম কেন্দ্র তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের কারণে সেখানকার অর্থনীতিতে যে বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, তার কারণেও এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।