হার্টের রিংয়ের (কার্ডিয়াক স্টেন্ট) দাম কমিয়ে জনসাধারণের প্রশংসা পাওয়া ঔষধ প্রশাসন অধিদপ্তর তিন মাসের মধ্যে দাম বাড়িয়ে দিল এবার। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে হার্টের রিংয়ের দাম পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছে অধিদপ্তর। এতে ব্র্যান্ডভেদে ১৩ থেকে ২৫ শতাংশ বাড়ল রিংয়ের দাম।
মূলত ডিসেম্বরে মূল্য সমন্বয়ের পর থেকে ব্যবসায়ী ও প্রভাবশালীদের অব্যাহত চাপের মুখে ঔষধ প্রশাসন অধিদপ্তর রিংয়ের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, দীর্ঘ আলোচনা-পর্যালোচনা এবং যৌক্তিক চাপ প্রয়োগের একপর্যায়ে গত ডিসেম্বরে হার্টের রিংয়ের দাম সমন্বয় করা হয়, যা পরবর্তী সময়ে আরও কমিয়ে পার্শ্ববর্তী দেশের সমপর্যায়ে আনার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে উল্টো দাম বাড়ানো হলো। এটি দেশের মানুষের সঙ্গে প্রতারণার শামিল।