ভুল খাদ্যাভাসের কারণে হঠাৎ পেটে যন্ত্রণা কিংবা বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। এজন্য অনেকে মুঠোভর্তি গ্যাস্ট্রিকের ওষুধে ভরসা রাখেন। যা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করে। জানলে অবাক হবেন, পেটে যন্ত্রণা কিংবা বদহজমের সমস্যা কিন্তু হতে পারে ক্যানসারের লক্ষণও।
সমীক্ষা জানাচ্ছে, অগ্ন্যাশয়ের ক্যানসার ইদানিং বাড়াবাড়ি আকার ধারণ করেছে। ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, ধূমপানের প্রবণতা এ ধরনের ক্যানসার ডেকে আনে। চিকিৎসকদের মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার সহজে ধরা যায় না। ফলে এই রোগ দ্রুত নির্ণয় করাও কঠিন।