ভয়ঙ্কর জ্যামের কবলে পড়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বিকেএসপির দুটি ম্যাচ স্থগিত হয়ে গেছে। অন্যদিকে, ফতুল্লায় চলছে আবাহনী-মোহামেডান দ্বৈরথ।প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর বোলারদের তোপে ১৯১ রানের বড় পুঁজি গড়তে পারেনি মোহামেডান। দলটির হয়ে কেবল বড় ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ।
আবাহনীর হয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।