বাতিল হওয়া জাতীয় দিবস ও ইতিহাসের ফ্যাসিবাদী বয়ান

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১১:০২

স্বাধীনতার পর কবি আবুল হাসান লিখেছিলেন,
দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি,
দেবদারু কেটে নিচ্ছে নরোম কুঠার তাও রাজনীতি,
গোলাপ ফুটছে তাও রাজনীতি, গোলাপ ঝরছে তাও রাজনীতি!
মানুষ জন্মাচ্ছে তাও রাজনীতি, মানুষ মরছে তাও রাজনীতি!
বোন তার বেণী খুলছে যৌবনের অসহায় রোদে মুখ নত কোরে
বুকের ভ্রমর হাতে রাখছে লুকিয়ে, তাও রাজনীতি…
(কবিতা, অসভ্য দর্শন)


আবুল হাসান যে বাস্তবতায় কবিতাটি লিখেছিলেন, সেই বাস্তবতা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। আমাদের দেশে ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। কেবল চেয়ার নয়, রাষ্ট্রের নীতি-কৌশলও। কিন্তু এসব কতটা জনগণের কল্যাণে, আর কতটা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে, সেটা ভেবে দেখার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us