গাছটার নাম স্টিংকনেট। এদের হলুদ ফুল দেখে চোখ জুড়িয়ে যাবে আপনার। কিন্তু এই গাছের কারণেই কিনা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি জনপ্রিয় পিকনিক স্পট এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন?
গত বুধবার কাসা গ্র্যান্ডে রুইনস ন্যাশনাল মনুমেন্টের কর্তৃপক্ষ ঘোষণা করে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এলাকাটি পর্যটক ও বনভোজন করতে আসা মানুষের জন্য বন্ধ থাকবে। কারণ আর কিছু নয়, আগ্রাসী ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এক শীতকালীন আগাছা।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।