উপহার হিসেবে অন্যকে জুতা কিনে দেওয়াটা বেশ কঠিন ব্যাপার। কারণ ডিজাইন পছন্দের চাইতেও পায়ের সঠিক মাপ বুঝে জুতা কিনতে হয়।
তাই সম্ভব হলে যাকে উপহার দিতে যাচ্ছেন তাকে সঙ্গে নিয়েই বাজারে যাওয়া ভালো। তবে সেটা সম্ভব না হলে জুতা কেনার কিছু সাধারণ নিয়ম খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয় ইউএই ভিত্তিক পাদুকা ব্র্যান্ড ক্লার্ক’য়ের ওয়েবসাইটে।
- কোন মাপের জুতা পরে সেটা জানা।
- চওড়া নাকি সরু ধরনের জুতা পরে সেটা জানা।
- কোন ধরনের স্টাইল পছন্দ? সমসাময়িক নাকি ঐতিহ্যবাহী।
- কোন ধরনের উপাদানের জুতা পরতে পছন্দ করেন।
- এসব বিষয় ছাড়াও নারী, পুরুষ ও শিশুদের জুতা উপহার দেওয়ার ক্ষেত্রে আরও কিছু বিষয় আলাদা করে মাথায় রাখতে হয়।
নারীদের জন্য: নারীদের জুতার বাহারি নকশার যেমন কমতি নেই তেমনি রয়েছে নানান ধরনের হিলের পাদুকা। তবে কোনো নারীকে জুতা উপহার দেওয়ার ক্ষেত্রে উঁচু হিলের জুতা না কেনাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ এই ধরনের জুতা অনুষ্ঠান বা পার্টি ছাড়া পরা হয় না।
পুরুষদের জন্য: ছেলেদের জন্য জুতা কেনা তুলনামূলক সহজ। কারণ তারা নির্দিষ্ট কয়েকটি ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। এছাড়া পোশাক, কী কাজ করেন সেসব বিষয় মাথায় রেখে জুতা বাছাই করতে হয়।
শিশুদের জন্য: নারীদের মতো শিশুদের জুতার নকশারও কোনো সীমাবদ্ধতা নেই। তাদের জন্য কেনা যেতে পারে চলচ্চিত্রের বিভিন্ন জনপ্রিয় চরিত্রের আদলে তৈরি জুতা। যেমন- মেয়ে শিশুর জন্য ‘সিন্ডারেলা শু’, ছেলে শিশুর জন্য ‘স্পাইডার-ম্যান শু’।