আজ রোববার রাতের মধ্যেই ভারত থেকে ট্রেনে পেঁয়াজ আসছে বাংলাদেশে। আগামীকাল সোমবার থেকে পরিবেশকদের এই পেঁয়াজ দেওয়া হবে। ভারত বাংলাদেশকে যে ৫০ হাজার টন পেঁয়াজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে প্রথম চালানে আসছে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ।
সচিবালয়ে আজ দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এসব তথ্য দেন। এর আগে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা–বিষয়ক টাস্কফোর্স’ সভায় অংশ নেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে এই পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকায় ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে। বাণিজ্য প্রতিমন্ত্রীর দাবি, রোজা শুরুর পর থেকে বাজারে অধিকাংশ পণ্যের দাম কমেছে।