সেনাকুঞ্জে যাচ্ছেন কি খালেদা জিয়া?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১৬:২৫

আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি ঘিরে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ। সে কারণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন কি না সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছেন, এ অনুষ্ঠানে দীর্ঘদিন পর খালেদা জিয়ার উপস্থিতি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে।


একজন বীর উত্তমের স্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে বিগত সময়ে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা এ দিবসের আমন্ত্রণ জানালেও এবার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দুজন কর্মকর্তা সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র দিয়েছেন।


মঙ্গলবার (১৯ নভেস্বর) রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান এ আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us