আরব সাগরে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরা ট্রলার জলদস্যু আক্রান্ত হওয়ার পর অভিযান চালিয়ে জলযানটি ও এর ২৩ পাকিস্তানি ক্রুকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।
দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী জলদস্যুবিরোধী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাহিনীটি। বিবৃতিতে ভারতের নৌবাহিনী বলেছে, “২৮ মার্চ রাতে ইরানি মাছ ধরা ট্রলার ‘আল-কাম্বার ৭৮৬’-তে সম্ভাব্য জলদস্যু আক্রমণের খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর দু’টি জাহাজকে ছিনতাই হওয়া জলযানটিকে আটকানোর জন্য পাঠানো হয়। আরব সাগরে নিরাপত্তা অভিযান চালাতে এ দু’টি জাহাজ আগে থেকেই সেখানে মোতায়েন ছিল।