আওয়ামী লীগের শরিকদের প্রস্তুতি, সিদ্ধান্ত নেয়নি বিএনপির মিত্ররা

প্রথম আলো প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১১:৫৬

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া শুরু করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিকেরা। আর জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির মিত্ররা উপজেলা নির্বাচনেও দল ও জোটগতভাবে অংশ না নেওয়ার অবস্থানে রয়েছে। তবে দল বা জোটের বাইরে কেউ স্বতন্ত্র নির্বাচন করলে তাতে বাধা না দেওয়ার পক্ষেও মত রয়েছে বিএনপির মিত্রদের মধ্যে।


যদিও আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দিচ্ছে না। দলটির তৃণমূলে স্বতন্ত্র নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলোকে উপজেলা নির্বাচনে আনা এবং ভোটার উপস্থিতি বাড়ানো ক্ষমতাসীন দলের এই কৌশলের অন্যতম লক্ষ্য। কিন্তু ক্ষমতাসীন ১৪–দলীয় জোটের শরিক দুটি দল—ওয়ার্কার্স পার্টি ও জাসদ দলগতভাবে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us