ডলার সংকটে লাগাম পড়ছে ক্রেডিট কার্ডে

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১১:৩৪

নগদ ডলার-সংকটের চাপ এবার ক্রেডিট কার্ডেও পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফীতির চাপ। মানুষ খরচ কমানোর কারণেও ক্রেডিট কার্ডে লাগাম পড়ছে বলে মনে করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচ আগের মাসের তুলনায় কমেছে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেন ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা, যা জানুয়ারি মাসে কমে দাঁড়িয়েছে ৫৩২ কোটি ১০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে ৪৭ কোটি ২০ লাখ টাকা। পাশাপাশি ডিসেম্বর মাসে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। জানুয়ারিতে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪ কোটি টাকা কমেছে। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত জানুয়ারি মাসে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। এর আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪ কোটি টাকা কমেছে। আর একক দেশ হিসাবে জানুয়ারি মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন; যা গত বছরের ডিসেম্বরে ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে শুধু ভারতেই ১৯ কোটি ১০ লাখ টাকা বা ১৬ দশমিক ৫২ শতাংশ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us