অভিযান গ্রেফতারেও থামছে না দৌরাত্ম্য

যুগান্তর প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ২২:২০

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান বা ব্যাপক ধরপাকড়েও থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। তুচ্ছ ঘটনার জের ধরে অহরহ ঘটছে হত্যাকাণ্ড। এছাড়া আধিপত্য বিস্তারে একাধিক গ্রুপের মারামারি বা এলাকাভিত্তিক সশস্ত্র সংঘর্ষের ঘটনা নিত্যদিনের। 


আইনশৃঙ্খলা বাহিনীগুলো বলছে, চলতি বছরের শুরু থেকেই কিশোর গ্যাং দমনে সর্বাত্মক অভিযান চলছে। শুধু ৩ মাসেই র‌্যাব-পুলিশের হাতে গ্রেফতারের সংখ্যা অন্তত পাঁচশ। কিন্তু এতে কিশোর গ্যাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। বরং এলাকাভিত্তিক কয়েকটি কিশোর গ্রুপের দৌরাত্ম্য আরও বেড়েছে। 


সূত্র জানায়, মার্চের প্রথম সপ্তাহে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায় এলিট ফোর্স র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)। ৬ মার্চ রাজধানীর কয়েকটি এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৩৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় বিভিন্ন ধরনের ছুরি-চাকুসহ ২৭টি ধারালো অস্ত্র। এছাড়া ৪ ও ৫ মার্চ পৃথক অভিযানে এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের আরও ৭৫ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us