গাড়ির বনেটের ভেতরে লুকিয়ে ছিল লম্বা এক সাপ, তারপর...

আজকের পত্রিকা প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ১৮:৪১

সাপের ব্যাপারে অনেকেরই অস্বস্তি আছে। কারও কারও বেশ ভয়ও কাজ করে। এখন কেউ যদি নিজের গাড়ির বনেটের ভেতর জ্যান্ত একটা সাপ আবিষ্কার করে বসেন, কী অবস্থা হবে বলুন তো? 


এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লি কাউন্টিতে। শেষ পর্যন্ত অবশ্য শহরের শেরিফের একজন ডেপুটি সাপটিকে সেখান থেকে নিয়ে আসেন। লি কাউন্টি শেরিফ অফিসের ফেসবুক পোস্টের সূত্রে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই। 


লিহাই একা এলাকার এক বাসিন্দা শেরিফ অফিসকে জানান, তাঁর কারের ইঞ্জিন কম্পার্টমেন্টে ১৫-২০ ফুট লম্বা মস্ত এক অজগর কুণ্ডলী পাকিয়ে আছে। শেরিফের ডেপুটি ভ্যান পেল্ট সরকার অনুমোদিত অজগরের ঠিকাদার। কাজেই ঘটনাস্থলে হাজির হলেন তিনি। তবে সেখানে গিয়ে আবিষ্কার করলেন, গাড়ির মালিকের বর্ণনার চেয়ে আকারে ছোট সাপটি। এমনকি এটা অজগরও নয়, একটি রেট স্নেক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us