বাংলাদেশ এখন জনমিতিক সুবিধার কাল অতিক্রম করছে। অর্থাৎ দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা নির্ভরশীল মানুষের চেয়ে বেশি। জনমিতির এই সুবিধা কাজে লাগিয়ে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক উন্নয়ন করেছে। কিন্তু বাংলাদেশ সেই সুবিধা কতটা কাজে লাগাতে পারছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যানে দেখা গেছে, দেশে মোট জনগোষ্ঠীর তুলনায় তরুণ ও কর্মক্ষম মানুষের হার গত পাঁচ বছরে কিছুটা কমেছে, যদিও তা উদ্বেগজনক নয়। প্রকৃতির নিয়মে জনমিতির সুবিধা চিরকাল থাকে না; বাংলাদেশও চিরকাল তা পাবে না। এই পরিস্থিতিতে বিশ্লেষকেরা মনে করেন, এই সুবিধা কাজে লাগাতে প্রয়োজনীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়নে আর বিলম্ব করা ঠিক হবে না।