বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বেড়ে চলেছে। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসেই (জুলাই-ফেব্রুয়ারি) ঋণ পরিশোধ ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে সব মিলিয়ে ২০৩ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশকে ৪৩ শতাংশ বেশি অর্থ ঋণ হিসেবে পরিশোধ করতে হয়েছে। এই সময়ে ঋণের সুদ পরিশোধ দ্বিগুণ হয়ে ৮০ কোটি ডলার হয়েছে।
বিদেশি ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সবশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
ইআরডির তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া ঋণের সুদ ও আসল মিলিয়ে প্রায় ২০৩ কোটি ১০ হাজার ডলার পরিশোধ করতে হয়েছে। গত বছর একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১৪২ কোটি ৪১ লাখ ডলার। এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে ৬১ কোটি ডলার।
ডলারের বাড়তি দামের কারণে টাকার অঙ্কেও ঋণ পরিশোধ অনেক বেড়েছে। জুলাই-ফেব্রুয়ারি সময়ে সব মিলিয়ে ২২ হাজার ৩২৪ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮ হাজার ৪৮২ কোটি টাকা বেশি।