সারাক্ষণের সঙ্গী স্মার্টফোন। তবে ছবি তোলার জন্য অনেকেই আইফোনই সেরা মনে করেন। বিশেষ দিনে কিংবা বিশেষ কোনো মুহূর্ত ফ্রেমবন্দি করতে আইফোন বা ডিএসএলআর ব্যবহার করেন। তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনেই খুব ভালো ছবি তুলতে পারবেন।
১. পোর্ট্রেট মোড ব্যবহার করতে পারেন। ফটোতে ক্লিক করার সময় পোর্ট্রেট মোড ব্যবহার করা ফটোগুলো দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে মানুষের ছবি ক্লিক করার সময় এই মোড ব্যবহার করা যেতে পারে। এই মোড শুধু ফেস বা পুরো অবজেক্টকে ফ্রেমবন্দি করতে কাজে লাগে।