রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের চান্দবী ঘাট গ্রামে গত আড়াই মাসে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তা ছিল স্বাভাবিক। তবে গ্রামের একটি গাছ কেটে ফেলার পর, ওই গাছের ভূত মানুষের ওপর ভর করার গুজবে আতঙ্ক ছড়িয়েছিল বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের পাঠানো মেডিকেল টিমের প্রধান বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং শনিবার এসব কথা বলেন।
চান্দবী ঘাট গ্রামে তীব্র জ্বর, রক্তবমি ও পেট ব্যাথায় জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়। এরপর সেখানে আক্রান্তদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি জানার পর বুধবার স্বাস্থ্য বিভাগ দুর্গম ওই গ্রামে চিকিৎসকদল পাঠায়। বৃহস্পতিবার দুপুরে সাত সদস্যের চিকিৎসক দল সেখানে পৌঁছে আক্রান্তদের চিকিৎসা দেওয়া শুরু করে।