টেলিযোগাযোগ খাতের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগাতে স্মার্ট ফোন ও ডেটার ব্যবহার বাড়ানোকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।
ফাইভ জি যুগে প্রবেশের প্রস্তুতির এ সময়ে এটিকে মূল সমস্যা হিসেবে বিবেচনা করে এটির আরও ‘গভীরে গিয়ে’ কাজ করার তাগিদ দিয়েছেন তিনি। দেশের প্রান্তিক মানুষের কাছে প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল সেবা পৌঁছে দিতে না পারলে সুবিধাভোগীদের সঙ্গে তাদের ব্যবধান কেবলই বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
গ্রাহক ও আয়ের বিচারে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান কর্মকর্তা ইয়াসির আজমান চান টেলিযোগাযোগ খাতে অপারেটরগুলোকে আরও প্রতিযোগিতার সুযোগ দেওয়া হোক। এতে গ্রাহকরা লাভবান হবে বলে মনে করেন তিনি।
“আমার মনে হয় ইন্ডাস্ট্রি অনেক বেশি নিয়ন্ত্রিত হওয়া উচিত না। এখানে আমাদের কম্পিট করতে দেওয়া উচিত। তাহলে গ্রাহকও উপকৃত হবে।“