রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ভিডিও প্রকাশের ঘটনায় এবার পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বাহিনীটি বলছে, ঘটনাটি ‘গলাকাটা রাব্বী’ ও ‘পেপারসানি’ নামে দুটি দলের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার সংবাদ সম্মেলন করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গলাকাটা রাব্বী’ গ্রুপের রাব্বী এবং আকাশই প্রতিপক্ষ ‘পেপারসানি’ গ্রুপের ফয়সালকে কুপিয়ে হত্যা করেছেন।
তিনি বলছেন, “গলাকাটা রাব্বী’ গ্রুপের গ্রুপের এক সদস্যের বোনকে উত্ত্যক্তের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে, যদিও পুলিশের ভাষ্য ছিল, মাদক কেনাবেচার টাকা নিয়ে বিবাদে ঘটেছে সেটি।
গত ১৬ মার্চ সন্ধ্যায় রিকশায় করে যাওয়ার সময় ফয়সাল ওরফে রাসেল নামের ৩০ বছর বয়সী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যা করা হয়। এ ঘটনায় রাশেদ ওরফে রানা নামে আরেক তরুণ আহত হন। স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরায় হত্যার ঘটনা ধরা পড়ে।