মাস্কের অপমানের পরও হাত খুলে দান করছেন ম্যাকেঞ্জি স্কট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১৯:৫৫

ম্যাকেঞ্জি স্কটের পরিচয় এখন দানশীল ধনকুবের হিসাবে। তার পরিচয় টানতে সাবেক স্বামী জেফ বেজোসের নামেএখন আর কেউ নেয় না। ব্যতিক্রম কেবল একজন - ইলন মাস্ক।


ম্যাকেঞ্জি স্কটের পরোপকারের খুব একটা ভক্ত নন ইলন মাস্ক। তবে, অনেকের জন্য স্কটের অনুদান তাদের জীবন ও কাজের ক্ষেত্র বদলে দিচ্ছে। আর এই নিয়ে ক্রমাগত বকে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী।


৩৬১টি অলাভজনক প্রতিষ্ঠানকে ৬৪ কোটি ডলার দিচ্ছেন বলে মঙ্গলবারে ঘোষণা করেছেন স্কট। এ অনুদান ২০২৩ সালে তার প্রতিশ্রুতি দেওয়া ২৫ কোটি ডলারের দ্বিগুণেরও বেশি বলে এক প্রতিবেদনে লিখেছে বিজনেস ইনসাইডার।


স্কটের অনুদান থেকে সুবিধা পাওয়া এমন একজন হলেন ব্রায়ান ওয়ালাচ। ৪৩ বছরের ওয়ালাচের রয়েছে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস যা ‘লু গেরিগ’স ডিজিজ’ নামেও পরিচিত। তার অলাভজনক প্রতিষ্ঠান, ‘আই অ্যাম এএলএস,’ স্কটের কাছ থেকে ২০ লাখ ডলার পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us