বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯০ লাখ টাকার মুচলেকা দিয়ে জামিন পেলেন দানি আলভেজ। ধর্ষণ মামলায় দণ্ডিত আসামি ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে আজ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন বার্সেলোনার একটি আদালত।
জামিন মিললেও স্পেন ছেড়ে যেতে পারবেন না আলভেজ। মামলার বাদী কিংবা তাঁর আবাসস্থল কিংবা কর্মস্থলের এক হাজার মিটারের ধারে কাছেও না ঘেঁষার নির্দেশনাও আদালত দিয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়কে। এখানেই শেষ নয়, পাসপোর্ট জমা রেখে প্রত্যেক সপ্তাহেই আদালতে আলভেজকে দিতে হবে হাজিরাও।