২০১৯ সাল। ব্যাংকিং খাতের অবস্থা নাজুক। কিন্তু এর মধ্যেই সরকার তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিয়ে বসল, যেগুলোর নেতৃত্বে রয়েছেন সরকারদলীয় ব্যক্তিরা। ব্যাংক তিনটি হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক।
বহুদিন ধরে ব্যাংক খাত নিয়ে ব্যাপক বিতর্কের পটভূমিতে নতুন করে ব্যাংক অনুমোদন দেওয়া নিয়ে সমালোচনা উঠলেও তাতে গুরুত্ব দেয়নি সরকার। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং তাঁর আগের মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কোনো যুক্তি শোনেননি, কারও পরামর্শও নিতে রাজি হননি তখন। কোনো ধরনের নিয়ন্ত্রণকাঠামো ঠিক না করেই গত শতাব্দীর আশির দশকের প্রথম দিক থেকে বেসরকারি ব্যাংকের অনুমতি দেওয়া শুরু হয়েছিল। ফলে কয়েক বছরের মধ্যেই ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের নিয়ে কিছু সমস্যা তৈরি হলে বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া বেশ শক্ত হাতে দুর্বৃত্ত পরিচালকদের নিয়ন্ত্রণে রেখেছিলেন।