পবিত্র রমজান মাস চলছে। প্রত্যেক মুসলমান যার যার সাধ্যমতো পরকালের কল্যাণে ব্যস্ত। রোজা রাখা, তারাবির নামাজ পড়া, দোয়া-দরুদ পড়া, খারাপ কাজ ও কুচিন্তা থেকে নিজেকে দূরে রাখা-সবই পরকালের কল্যাণের জন্য। এছাড়া সাধ্যমতো দান-খয়রাত করা, ফিতরা দেওয়া, জাকাত দেওয়া, গরিব-মিসকিনের খাবারের ব্যবস্থা করা-এসবও পরকালের জন্য ইবাদত তো বটেই; উপরন্তু এ ধরনের ইবাদতে সমাজের সুবিধাবঞ্চিত গরিব-মিসকিন ইহকালেই আর্থিকভাবে লাভবান হচ্ছে।
ইসলাম দুনিয়া ও আখেরাত উভয় সময়ের কল্যাণকে সুনিশ্চিত করতে চায়।