চাকরি চাই? তাহলে হতে হবে উদ্যমী ও আত্মবিশ্বাসী। থাকতে হবে বাড়ি থেকে বহুদূরে কাজ করা মানসিকতা। বিষয়গুলো মিলে গেলেই যোগাযোগ করা যাবে যুক্তরাজ্যের একটি সংস্থার সঙ্গে। বিশ্বের একেবারে দক্ষিণ প্রান্তে বিচিত্র এক চাকরির সুযোগ করে দিচ্ছে তারা। আর তা হলো পেঙ্গুইন গোনা।
সংস্থাটির নাম অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই লোকবল নিয়োগ দেওয়া হবে অ্যান্টার্কটিকার গাডিয়ার দ্বীপে। দ্বীপের পোর্ট লকরয় ঘাঁটির একটি ডাকঘরে কাজ করতে হবে তাঁদের। সেটি পরিচিত ‘পেঙ্গুইন ডাকঘর’ নামে। অ্যান্টার্কটিকার এ অঞ্চল যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে।