প্যানাসনিকের প্রতিষ্ঠা

প্রথম আলো প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১১:১৯

জাপানের বহুজাতিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক হোল্ডিংস করপোরেশন প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জাপানের ওসাকার কাদোমায় অবস্থিত। ১৯১৮ সালে কে নোসুকে মাৎসুশিতা ফুকোশিমায় মাৎসুশিতা ইলেকট্রিক হাউসওয়্যার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কস নামে এর প্রতিষ্ঠা করেন। ১৯৩৫ সালে মাৎসুশিতা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নামে এটি ইনকরপোরেটেড হয়। ১৯২৭ সালে ‘ন্যাশনাল’ ব্র্যান্ড নামে বাতির নতুন পণ্য বিক্রি শুরু করে মাৎসুশিতা।


১৯৫৫ সালে জাপানের বাইরে ‘প্যানাসনিক’ নামে অডিও স্পিকার ও বাতি বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে প্রতিষ্ঠানের নামকরণ করা হয় প্যানাসনিক করপোরেশন। ২০২২ সালে এটি হোল্ডিং কোম্পানিতে পরিণত হয়। বিংশ শতাব্দীতে প্যানাসনিক ভোক্তা বা কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের সবচেয়ে বড় নির্মাতায় পরিণত হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us