You have reached your daily news limit

Please log in to continue


একসময়ের পুলিশ কর্মকর্তাই হয়ে উঠলেন গ্যাং লিডার

হাইতির গ্যাং লিডার (সন্ত্রাসী দলের নেতা) জিমি ‘বারবিকিউ’ চেরিজিয়ের আরও একবার সংবাদমাধ্যমে শিরোনাম হলেন।

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির রাজধানী পোর্ট–অ–প্রিন্সে সাম্প্রতিক বছরগুলোয় ক্রমে বেড়ে চলেছে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা। এর পেছনে অন্যতম বড় ভূমিকা রয়েছে সাবেক এই পুলিশ কর্মকর্তা ও তাঁর সন্ত্রাসী জোট ‘জি৯ ফ্যামিলি অ্যান্ড অ্যালাইস’–এর।

জিমি চেরিজিয়েরের গ্যাং জোটের সদস্যরা জ্বালানি টার্মিনাল অবরুদ্ধ করেছেন, প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী দলগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ও নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকার দখল পাকাপোক্ত করতে সহিংস কর্মকাণ্ড ঘটিয়েছেন। এতে হাইতির হাজার হাজার মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন