যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজ প্রথম পুরোপুরি ট্রানজিস্টরনির্ভর কম্পিউটার নির্মাণ সম্পন্ন করার ঘোষণা দেয়। ট্র্যাডিক নামের এই কম্পিউটারকে ‘জায়ান্ট ব্রেন’ নামেও ডাকা হয়। ট্র্যাডিক (টিআরএডিআইসি) নামের পূর্ণরূপ হলো ট্রানজিস্টর ডিজিটাল কম্পিউটার বা ট্রানজিস্টরাইজড এয়ারবর্ন ডিজিটাল কম্পিউটার। ট্র্যাডিকে ছিল প্রায় ৮০০ ট্রানজিস্টর। সেই সময়ে প্রচলিত ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল।
ট্রানজিস্টরের ব্যবহারে ১০০ ওয়াটের কম বিদ্যুৎ খরচে কম্পিউটারটি চালানো যেত। তুলনা করলে ভ্যাকুয়াম টিউবের কম্পিউটারের ২৯ ভাগের এক ভাগ বিদ্যুৎ খরচ হতো ট্রাডিক কম্পিউটারে।