ওয়েবের প্রাথমিক ধারণা দিলেন টিম বার্নাস–লি
স্যার টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় তাঁর কর্মস্থল ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্নে প্রথমবারের মতো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের প্রস্তাব দেন। এটিই ছিল ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের প্রস্তাব। ১৯৯০ সালের মে মাসে তিনি দ্বিতীয় প্রস্তাব দেন।
বেলজিয়ামের সিস্টেম ইঞ্জিনিয়ার রবার্ট কেলিয়াউয়কে সঙ্গে নিয়ে ১৯৯০ সালের নভেম্বরে সার্নে ওয়েবের ব্যবস্থাপনা প্রস্তাব দেন। এই প্রস্তাবে ওয়েবের মূলনীতি ও গুরুত্বপূর্ণ কারিগরি ধারণা ছিল।