মরুর দেশে প্রথমবার হাসান ও তার আর্ক

সমকাল প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ২২:২৮

সংযুক্ত আর আমিরাত সফরে যাচ্ছেন তারকা কণ্ঠশিল্পী হাসান ও তাঁর ব্যান্ড আর্কের সদস্যরা। দেশটির প্রাদেশিক শহর আজমানের হাবিট্যাট স্কুল প্রাঙ্গণে আয়োজিত কনসার্টে অংশ নিতেই তাদের এ সফর। 


আগামী ২০ এপ্রিল জমকালো ওই কনসার্ট অনুষ্ঠিত। আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাতের ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম ও জয় বাংলা সাংস্কৃতিক জোট। সংগঠন দুটির সভাপতি আহমেদ ইখতিয়ার আলম পাভেল জানান, আর্কের এই কনসার্ট ঘিরে সেখানকার বাংলাদেশ কমিউনিটিতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশের বাঙালি ও বাংলা গানের অনেক শ্রোতার বেড়ে ওঠা হাসানের গান শুনে। যারা এখনও আনমনে ঠোঁট মেলান আর্ক ব্যান্ডের এই তারকা শিল্পীর গানে। হারিয়ে যান স্মৃতির অতলে। তেমনই অনেক শ্রোতার অবস্থান সংযুক্ত আরব আমিরাতে; যাদের আহ্বানে সাড়া দিতেই ব্যান্ডসহ হাসান প্রথম এই মরুর দেশটিতে পা রাখতে যাচ্ছেন। আয়োজনটি একদিকে যেমন স্বদেশিসংস্কৃতিবিকাশে কিছুটা ভূমিকা রাখবে, তেমনি পুরোনোদের পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও তুলে ধরবে হাসান ও আর্কের পরিচিতি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

মরুর দেশে প্রথমবার হাসান ও তার আর্ক

সমকাল | সংযুক্ত আরব আমিরাত
৯ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us