আওয়ামী লীগ নানা সমীকরণে দেশের দুই মহানগরে কাউকে নৌকা না দেওয়ার সিদ্ধান্তের পর একটিতে ভোট পড়ল প্রায় ৩৯ শতাংশ, আরেকটিতে ৫৬ শতাংশের বেশি।
এর মধ্যে কুমিল্লায় ভোটের হার গত ৭ জানুয়ারির নির্বাচনের প্রায় কাছাকাছি, তবে ময়মনসিংহে ভোট পড়েছে জাতীয় নির্বাচনের চেয়ে ১২ শতাংশ পয়েন্টেরও বেশি।
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক সংযোজনকারী ক্ষমতাসীন দলের নতুন এ সিদ্ধান্তের প্রভাব তাহলে কী?
সেই প্রশ্নে এখনই সিদ্ধান্তে আসতে চান না নির্বাচন পর্যবেক্ষকরা। একজন বলেছেন, আওয়ামী লীগ ‘পাইলটিং’ করেছে।
ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় একজন নেতা বলেছেন, ভোটের যে হার হয়েছে, তাতে তারা খুশি। অন্যদিকে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, ভোট তাদের ভাবনাতে নেই। আওয়ামী লীগ প্রতীক দিক বা না দিক, তাতে কিছুই যায় আসে না।