আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রীর জন্য সেরা উপহার হলো তাকে গর্ভবতী করা এবং পুরুষদের আরও দায়িত্বশীল হওয়া। রাশিয়ার পার্লামেন্ট দুমার সদস্য এবং দুমার পরিবার সুরক্ষা কমিটির প্রধান ভিতালি মিলোনভ এমনটাই মনে করেন।
‘আমি বিশ্বাস করি যে নারী দিবসে স্ত্রীদের জন্য সেরা উপহার হলো গর্ভধারণ। শিশুদের চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। সেই সঙ্গে পুরুষদেরও আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। বিবাহিত নারীদের জন্য সন্তান ও দায়িত্বশীল স্বামীর চেয়ে বড় উপহার আর নেই,’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এসব কথা বলেছেন মিলোনভ।