আন্তর্জাতিক নারী দিবস ও নারীপক্ষ’র ৪০ বছর পূর্তিকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত ‘মোরা আকাশের মতো বাধাহীন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের এগিয়ে যাওয়া নিয়ে কথা হয় চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমির সঙ্গে। আজকের পত্রিকার মাধ্যমে তিনি রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রতিভাবান ও মেধাবীদের পথে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়।