চুরি যাওয়া অতি দ্রুতগতির গাড়িটি ফেরত এসেছে অনেক ধীরে। তিন দশক আগে ইতালি থেকে অস্ট্রিয়ান ফর্মুলা ওয়ান চালক জারহার্ড বার্জারের কাছ থেকে চুরি হয়েছিল একটি ফেরারি। সম্প্রতি সেই গাড়ি উদ্ধার করেছে যুক্তরাজ্য পুলিশ। গত সোমবার তারা এ তথ্য জানিয়েছে।
লাল রঙের ফেরারি এফ৫১২এম ছিল দুটি স্পোর্টস কারের একটি। ১৯৯৫ সালের এপ্রিলে সান ম্যারিনো গ্র্যান্ড প্রিক্সে যোগ দিতে ওই দুটি গাড়ি নিয়ে চালকেরা ছিলেন ইমোলাতে।
এরপর আর গাড়িটির হদিস পাওয়া যাচ্ছিল না। গত জানুয়ারিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গাড়ি প্রস্তুতকারীদের কাছ থেকে গোপনে খবর পান, যুক্তরাজ্যের একজন দালাল মার্কিন এক বিক্রেতার কাছে একটি ফেরারি বিক্রি করছেন, যা চুরি যাওয়া।