বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন ভিন্ন এক আবহ। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেটে দল দুটি মুখোমুখি হলে উত্তেজনা ছড়াবেই। এশিয়ার মাঠে হলে তো কোনো কথাই নেই। ‘নাগিন ড্যান্স উদযাপন’, ‘টাইমড আউট’—বহুল আলোচিত দুই ঘটনার এবার ঘটেছে ‘আল্ট্রা-এজ বিতর্কের’ মতো ঘটনা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে হয়েছে ‘আল্ট্রা-এজ বিতর্কের’ ঘটনাটা। সৌম্য সরকারের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দো। বিনুরার মতো তাঁর সতীর্থরা আবেদন করা শুরু করলে আম্পায়ার গাজী সোহেল দেন আউট। সৌম্যর তৎক্ষণাৎ নেওয়া রিভিউয়ে স্পাইক দেখা গেলেও টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল নট আউট ঘোষণা করেন। লঙ্কান অধিনায়ক চরিত আসালাঙ্কাসহ সবার হাবভাবে বোঝা যায়, তাঁরা কতটা হতাশ। এরপর ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্যর ঘটনার সময় ডাগআউটের পরিবেশ কেমন ছিল, এই প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘আমি গা গরম করছিলাম। এমনি কথা বলছিলাম। আউট নিয়ে কোনো কথা বলিনি। স্পষ্টতই সেটা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার আছে বলে মনে হয় না।’