বিটকয়েনের দাম এযাবৎকালের সর্বোচ্চ

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৪, ১৬:৩৮

বিটকয়েনের দাম এযাবৎকালের রেকর্ড ভঙ্গ করে আবার কিছুটা কমেছে। গতকাল মঙ্গলবার বিটকয়েনের দাম ৬৯ হাজার ২০২ ডলারে উঠে যায়; এরপর তা ৭ শতাংশের মতো কমে ৬৩ হাজার ৪০০ ডলারে নেমে আসে। এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম ছিল সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৯ ডলার।


রয়টার্স জানিয়েছে, গত অক্টোবর মাসের পর থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে ৬০ শতাংশ, এর মধ্যে ৪৪ শতাংশ বেড়েছে ফেব্রুয়ারি মাসে।


বিটকয়েনের এই মূল্যবৃদ্ধি অবশ্য অপ্রত্যাশিত ছিল না। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চলতি বছরের শুরুতে ইটিএফের মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল, বিটকয়েনের দাম বাড়বে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস করবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীরা বিটকয়েনের দিকে ঝুঁকেছেন। সে জন্য বিটকয়েনের এই মূল্যবৃদ্ধি অস্বাভাবিক নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us