রূপসায় সালাম মুর্শেদীর ‘এমপি লীগ’ বনাম বাদশার ‘আওয়ামী লীগ’

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২৪, ১২:৫৮

খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে আসা এ দ্বন্দ্ব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আরও প্রকট হয়ে উঠেছে। নেতাদের বিরোধের কারণে দলের তৃণমূলে বিভক্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতারাও অভ্যন্তরীণ বিভেদের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন।


দলীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলা আওয়ামী লীগ দুই পক্ষে বিভক্ত। একাংশের নেতৃত্ব দিচ্ছেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। আরেকটি পক্ষে রয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর অনুসারীরা। তাঁরা একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগ করছেন।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী প্রথম আলোকে বলেন, ‘রূপসা উপজেলা আওয়ামী লীগ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। রূপসা উপজেলা এমপি সাহেবের “এমপি লীগ” আর “আওয়ামী লীগ”—এই দুই ভাগে বিভক্ত। এটা আমাদের জন্য চরম ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এমপি সাহেব আওয়ামী লীগের নবাগত লোকদের ব্যবহার করে সংগঠনকে কুক্ষিগত করার চেষ্টা করছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us