আলিশান কার্যালয় ছেড়েছে বিএনএম

প্রথম আলো প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ২০:০৮

ঢাকার গুলশানে নিজেদের আলিশান কার্যালয়টি ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই কার্যালয়ে কার্যক্রম শুরু করেছিল দলটি। ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নতুন নিবন্ধিত দলটির প্রার্থীদের কেউ জিততে পারেননি, বরং একজন বাদে বাকি সবাই জামানত হারান। এর পর থেকে দলটির নেতৃত্ব নিয়ে অসন্তোষ, সাংগঠনিক দুর্বলতা ও নির্বাচনী ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন দলটির নেতা-কর্মীরা।


অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে নিবন্ধন পাওয়া আরেক দল তৃণমূল বিএনপিতেও চলছে নেতৃত্ব নিয়ে কোন্দল-অসন্তোষ। নির্বাচনে এই দলেরও সব প্রার্থী জামানত হারান। নির্বাচনে এমন ভরাডুবির জন্য দলের শীর্ষ নেতৃত্বকে দায়ী করেন দলের প্রার্থীদের একাংশ। পল্টনে তৃণমূল বিএনপির কার্যালয়েও এখন সুনসান নীরবতা।


নির্বাচনের আগে ‘কিংস পার্টি’ হিসেবে আলোচনায় আসে বিএনএম ও তৃণমূল বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি ও বিএনএমের হয়ে বিএনপির বেশ কিছু নেতাকে আনার চেষ্টা ছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ফলে সরকারের কাছেও দল দুটির গুরুত্ব কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us