অভিশ্রুতি শাস্ত্রী নামে এনআইডি সংশোধনের আবেদন করেছিলেন বৃষ্টি খাতুন

আজকের পত্রিকা প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২০:৩৪

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত হন বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রী। তিনি তাঁর জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থাকা বৃষ্টি খাতুন নামের পরিবর্তে অভিশ্রুতি শাস্ত্রী করার জন্য সংশোধনের আবেদন করেছিলেন। আবেদনটি এখনো ‘গ’ ক্যাটাগরিতে পড়ে আছে। 


নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। 


সূত্র জানায়, বৃষ্টি খাতুন এনআইডি সংশোধনের জন্য ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করেন। আবেদনে তিনি নামের পাশাপাশি পিতার নাম সবুজ শেখের পরিবর্তে মো. শাবরুল আলম এবং জন্ম তারিখ ১৯৯৮ সালের ৯ মার্চের পরিবর্তে ২০০০ সালের ২৫ ডিসেম্বর সংশোধন চান। 


এনআইডি সংশোধনের আবেদনের সঙ্গে তিনি ২০২২ সালের নিবন্ধন করা জন্মসনদ, পিতার এনআইডি, নাগরিকত্ব সনদ দাখিল করেছেন। তবে তিনি যে জন্ম সনদ দাখিল করেছেন সেই নম্বর এবং সেখানে থাকা জন্ম তারিখ দিয়ে অনলাইনে খুঁজতে গেলে আরেকজনের তথ্য চলে আসে। তাই তাঁর দাখিল করা জন্ম সনদটি এডিট করা বলে সংশ্লিষ্ট সূত্র প্রাথমিকভাবে ধারণা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us