১০ম উইকেটে ১১৬, যা যা মনে করালেন গ্রিন-হ্যাজলউড

প্রথম আলো প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১২:০৪

২৬৭ রানে গতকাল নবম উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। ক্যামেরন গ্রিন ও জশ হ্যাজলউডের দশম উইকেট জুটির মেয়াদ ছিল মাত্র ১ ওভার। ওয়েলিংটনে আজ সকালে দ্রুতই প্রতিবেশীদের গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামার আশা নিশ্চয়ই ছিল নিউজিল্যান্ডের। সে আশা পূর্ণ হয়নি। গ্রিন-হ্যাজলউডের শেষ উইকেট জুটিতেই উঠেছে ১১৬ রান, যা স্থায়ী হয়েছে ৩১.১ ওভার! তাতে অনুমিতভাবেই গ্রিন একাই যোগ করেছেন ৮৩ রান। গতকাল ১০৩ রানে অপরাজিত গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৭৪ রানে, হ্যাজলউড আউট হন ৬২ বলে ২২ রান করে।


দশম উইকেটে সেঞ্চুরি জুটির এমন ঘটনা ক্রিকেটে যে নিয়মিত, তা বলা যাবে না মোটেও। গ্রিন-হ্যাজলউডের এ কীর্তিতে দেখে নেওয়া যাক শেষের প্রতিরোধের যত সংখ্যা—
২৮
টেস্ট ইতিহাসে সব মিলিয়ে শেষ উইকেট জুটিতে ১০০ রানের জুটি আছে ২৮টি। এক বছরেরও বেশি সময় পর দেখা গেল এমন। সর্বশেষ কীর্তিটি নিউজিল্যান্ডেরই, গত বছরের জানুয়ারিতে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাট হেনরি ও এজাজ প্যাটেল তুলেছিলেন ১০৪ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us