রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
পোড়া জায়গা থেকে এখনো আগুন ধরে যাওয়ার ঝুঁকি আছে এ কারণেই সর্তকতা হিসেবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে কাজ করছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।