স্টিফেন কিং একজন মার্কিন লেখক। তাঁকে বলা হয় ‘কিং অব হরর’, ভূতের গল্পের রাজা! তাঁর লেখা বই অবলম্বনে তৈরি হয়েছে বহু চলচ্চিত্র, যেগুলো পরে দর্শকপ্রিয়তা পেয়েছে।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বুক ফেস্টিভ্যাল’-এ লেখকজীবন নিয়ে বলেছিলেন তিনি বাপরে! এখানে তো দেখছি অনেক লোক!