বলিউড বাদশা শাহরুখকে নিয়ে যেমন সবার তুমুল আগ্রহ, তেমনি তার বাড়ি ‘মান্নাত’ নিয়েও ভক্তদের যেন কৌতূহলের অন্ত নেই। ভারতের মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ড এলাকায় সাদা রঙের প্রাসাদসম এ বাড়িটি প্রায় সবারই চেনা।
শাহরুখ খানের বাড়ি বলেই একনামে সবাই চেনেন। এই মুহূর্তে মুম্বাইয়ের দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে ‘মান্নাত’। সেখানেই তিন ছেলে-মেয়ে নিয়ে বসবাস করছেন শাহরুখ। কিন্তু এবার কি বাবা শাহরুখের প্রিয় ‘মান্নাত’ ছেড়ে অন্যত্র যাচ্ছেন মেয়ে সুহানা!