চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারীদের (মেডিকেল ইকুইপমেন্ট ট্রেডার্স) সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের তথা সরকারের একটা সমঝোতা হয়েছে। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আবারও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।
ইউরোপীয় রিং সরবরাহকারী প্রতিষ্ঠান ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মধ্যে সমঝোতার মাধ্যমে এ দাম বাড়তে পারে বলে জানা গেছে। হার্টের রিংয়ের খুচরা মূল্য নির্ধারণ করে ঔষধ প্রশাসন, যা ১৬ ডিসেম্বর কার্যকর হয়েছে। নতুন মূল্য নির্ধারণের দিন থেকে অসন্তুষ্টির কথা জানিয়ে হাসপাতালে রিং সরবরাহ বন্ধ রাখেন ইউরোপীয় রিংয়ের আমদানিকরা।