কুমিল্লার ভোট ‘পরীক্ষা’ নেবে অনেকের

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২

ভোটের ফলাফল যা–ই হোক, এবারও সিটি নির্বাচন ঘিরে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন ও সাবেক মেয়র মনিরুল হককে নিয়ে কুমিল্লার রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত সিটি নির্বাচনে বাহাউদ্দিনের প্রার্থী আরফানুল হকের কাছে মাত্র মাত্র ৩৪৩ ভোটে হেরেছিলেন মনিরুল হক (সাক্কু)। এবার বাহাউদ্দিন (বাহার) তাঁর মেয়ে তাহসীন বাহারকে মেয়র পদে প্রার্থী করেছেন।


স্থানীয় মানুষের মধ্যে আলোচনা আছে, এবারের ভোট সংসদ সদস্য বাহারের জন্য ‘বড় পরীক্ষা’। একইভাবে এবারের ভোট ‘পরীক্ষা’ নেবে মনিরুলেরও।


কুমিল্লা সিটিতে এবার মেয়র পদের উপনির্বাচনে চার প্রার্থীর মধ্যে তাহসীন ছাড়া তিনজনই পুরোনো মুখ। এর মধ্যে দুবারের মেয়র মনিরুল এবার ‘টেবিলঘড়ি’ প্রতীকে নির্বাচন করছেন। তাহসীন বাহার পেয়েছেন ‘বাস’ প্রতীক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us