বাংলাদেশ তো বটেই পশ্চিমবঙ্গেও জেমসের ভক্ত-অনুরাগীর অভাব নেই। কলকাতায়ও তাঁর কনসার্ট থাকলে ঢাকার মতো উন্মাদনা তৈরি হয়। তবে সেই জেমস গত চার বছর কলকাতায় কনসার্ট করেননি।
তবে কলকাতার জেমস–ভক্তদের জন্য সুখবর, বিরতির পর আবার কলকাতার মঞ্চে ফিরছেন জেমস। আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবে নগর বাউল।