এমন একটি চাকরির সন্ধান পাওয়া গেলে কেমন হতো, যেখানে কাজ হলো শুধু ঘুরে বেড়ানো, তা–ও আবার মহাকাশে? ঠিক এই সুযোগটি করে দিচ্ছে মহাকাশের একটি প্রতিষ্ঠান। কাজ খুবই সহজ। মহাকাশের বিভিন্ন উপগ্রহ থেকে পরিত্যক্ত জঞ্জাল সংগ্রহ করতে হবে। এরপর সেগুলো সেই প্রতিষ্ঠানে জমা দিতে হবে। বাস্তবে সম্ভব না হলেও ‘লিথাল কোম্পানি’ নামের ভিডিও গেমে অভিনব এই চাকরি করার সুযোগ মিলবে।
পরিত্যক্ত উপগ্রহের সন্ধানে
গেমটি মূলত খেলতে হবে ভবিষ্যতের পরিত্যক্ত এক পৃথিবীতে। ভ্রমণের সুবিধার্থে গেমটিতে স্বয়ংক্রিয় মহাকাশযান ব্যবহারের সুযোগ মিলবে। গেমের শুরুতেই নিজেকে দেখা যাবে সেই মহাকাশযানের ভেতরে। স্বয়ংক্রিয় এই মহাকাশযানে রয়েছে বিভিন্ন সুবিধা। মহাকাশযান নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি কম্পিউটার ও দুটি মনিটর। কম্পিউটারের স্ক্রিনে ‘হেল্প’ লিখলেই চলে আসবে ‘মুন’, ‘স্টোর’, ‘বিস্টিয়ারি’সহ বিভিন্ন অপশন। এরপর ‘মুন’ বা উপগ্রহ অপশনটি টাইপ করে পছন্দের উপগ্রহে যাওয়া যাবে।