২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এ অভিযানের দুই বছর পূর্ণ হতে যাচ্ছে কাল শনিবার। অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লড়তে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে পশ্চিমা আধুনিক অস্ত্রশস্ত্র ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন রুশ সামরিক বিশেষজ্ঞ আনাতোলি মাতভিচুক।
কিন্তু কেন? এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আনাতোলির পর্যবেক্ষণ হলো, ইউক্রেনকে দেওয়া অস্ত্রের ব্যবহারের টেকসই পরিকল্পনা করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যর্থ হয়েছে।
বিষয়টি নিয়ে সামরিক বিশেষজ্ঞ আনাতোলি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুতনিকের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন।