ঢাকার ডেমরায় একটি সুতার কারখানা আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে কোনাপাড়ার ধার্মিকপাড়ায় টিনশেড ওই সুতার গুদামে আগুন লাগে।
অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান সার্ভিস অধিদপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।